বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো পরাজিত হওয়ার ভয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে। পিআর পদ্ধতি সম্পর্কে গ্রামের লোক কিছুই জানে না। তিনি আরও বলেন, এখনই যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ আসন নিয়ে বিজয় লাভ করবে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরার কলারোয়ার কয়লা ও লাঙ্গল ঝাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ইউনিয়ন বিএনপির কয়লা ইউনিয়ন পরিষদ হলরুমে ও লাঙ্গলঝাড়া বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কয়লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান ও নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তামিম আজাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলার সাবেক সম্পাদক আব্দুর রকিব, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন আরশাফ, হাসান রবিউল ইসলাম, শেখ আব্দুল কাদের বাচ্চু প্রমুখ।
