ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লালপুরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম

নাটোরের লালপুরে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মোট ৩৬ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে এই পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেন্নিকা পারভিন, লালপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হেলালসহ দুড়দুড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ৩২ জন নেতাকর্মী।
গণঅধিকার পরিষদ লালপুর উপজেলা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, ব্যক্তিগত কারণে আমরা স্বেচ্ছায় একযোগে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করতে পারে।
NJ
আরও পড়ুন