ভোট কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ ভোট বর্জন করেছেন।
বুধবার ( ৮ মে ) দুপুর ১ টায় ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম ইউ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ভোট বর্জনের কথা জানান তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবু সাইদ দুর্গম চরাঞ্চলের বেশ কয়েকটি কেন্দ্রে ঢুকে জোর করে সিল মেরে নিয়েছেন।
বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম এরমধ্যে বেশ কিছু কেন্দ্রে সিল মেরে নেয়ায় ভোটের ব্যবধান অনেক দাঁড়াতে পারে। যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
