ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেজর জেনারেল শাকিলের ছেলে রাকিন আহমেদ

পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব ধ্বংস করেছে 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০১:৫৫ পিএম

পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিডিআর হত্যাকাণ্ডে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে অ্যাডভোকেট রাকিন আহমেদ।

পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারতে গিয়ে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট রাকিন বলেন, প্রতিবেশী রাষ্ট্র পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে অবশ্যই জড়িত। জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতার প্রতিষ্ঠিত একটা স্থান পেয়েছি  সাহসী ছাত্র-ছাত্রী ও আবু সাঈদের জন্য।

তার দাবি, ৫ আগস্ট জুলাইয়ের যে বিপ্লব সেটি যেন ইতিহাসের পাতায় থাকে।

পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ওই সময় একটি ফোর্স ধ্বংস করে দিয়েছে, এটা একটা ষড়যন্ত্র ছিল। তবে আমি আসলে সাঈদের কবর জিয়ারতের জন্য এসেছি পিলখানা না। আমি শেখ হাসিনা না যে বাবার কথা, মায়ের কথা টানবো এবং ১৫ আগস্টের কথা সবসময়ই টানবো।

এ সময় ২০০৯ সালে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় দীর্ঘদিন জেলহাজত খাটা আর চাকরিচ্যুত সদস্যরা আবু সাঈদের কবর জিয়ারত করেন। এছাড়া রংপুরের বিডিআর সদস্য এ কর্মসূচিতে অংশ নেন।

RA/FI
আরও পড়ুন