ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপি অফিস ভাঙচুর মামলায় রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অনধিকার প্রবেশ, দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।  

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  অনধিকার প্রবেশ, দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।  

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় গজঘন্টা বাজার থেকে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার  করেন।

পুলিশ জানায়, গতবছরের ১৮ নভেম্বরে তাঁতী দল গঙ্গাচড়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় অনধিকার প্রবেশ, দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির অভিযোগে এনে এ মামলাটি করেন। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার লিয়াকত আলী এই মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলায় প্রধান আসামি করা হয়েছে গঙ্গাচড়ার সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙাকে। এছাড়া সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রুহুল আমিনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, গ্রেপ্তারের পর লিয়াকত আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার নামে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।

Fj
আরও পড়ুন