ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১১:৩২ পিএম

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত শেষে  তিনি আবু সাঈদের বাড়িতে গিয়ে সাঈদের পরিবারের সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন।

রোববার (৬ এপ্রিল) প্রধান বিচারপতি রংপুর বিভাগীয় শহর থেকে বিকাল ৪ টায় সড়কপথে শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন।

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় প্রধান বিচারপতি শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে পরিবারের সাথে কথা বলেন।

শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত রয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। এ নিয়ে শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের মামলার বাদী রমজান আলী বলেন, প্রধান বিচারপতি আমার ভাইয়ের হত্যার সাথে যারাই জড়িত রয়েছে তাদের প্রত্যেকে বিচারের মুখোমুখি করা হবে বলে আশ্বস্ত করেন।

এসময় তার অপর ভাই আবু হোসেন বলেন, আমার ভাইয়ের হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু তারাই যেনো এই মামলায় অন্তর্ভুক্ত হয় এবং শাস্তি পায় আর নিরপরাধ মানুষ যেনো শাস্তি বা হয়রানির শিকার না হয়।

MMS
আরও পড়ুন