দিনাজপুরের ঘোড়াঘাটে জীতেন চন্দ্র মোহন্ত (৫৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ৩ নং সিংড়া ইউপির চাঁদপাড়া গ্রামের উপেন্দ্রনাথ মোহন্তের ছেলে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, জীতেন চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত এক মাস থেকে তার মানসিক চিকিৎসা চলছে। ঘটনার দিন পরিবারের লোকজন বাড়ির সাংসারিক কাজে ব্যস্ত থাকায় সকাল ৯টার দিকে কোন এক সময়ে বাড়ির গোয়ালঘরের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
পরে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 