এদিকে বগি লাইনচ্যুত হওয়ার কারণে সারাদেশের সঙ্গে রংপুর অঞ্চলের ৩ জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণ এবং ৪ জেলার আংশিক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া করতোয়া ও দোলনচাপা ট্রেনসহ একাধিক ট্রেন পথে আটকা পড়েছে। হঠাৎ এ দুর্ঘটনায় কয়েকশ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঊর্ধ্বতন রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি এক লাইন থেকে আরেক লাইনে আসার সময় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সান্তাহার থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেন ‘পদ্মরাগ’ দুপুর সাড়ে ১২টার দিকে রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় পঞ্চগড় থেকে সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ একই স্টেশনে আসায় ‘পদ্মরাগ’ ট্রেনটি ২ নম্বর লাইনে অবস্থান করে।
দোলনচাঁপা পীরগাছা ছেড়ে গেলে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করে ‘পদ্মরাগ’ ট্রেনটি। এ সময় এক নম্বর লাইনে থেকে দুই নম্বর লাইনে ক্রসিংয়ের সময় ‘পদ্মরাগ’ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়।
এতে নারী ও শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি পীরগাছা স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে বগিগুলো লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও লাইন ও সিগন্যালের ক্ষতি হয়েছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়া করে নামার চেষ্টা করলে অনেকে আহত হন। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে বিকল্প যানবাহনের খোঁজ করতে থাকেন।
ভুক্তভোগী যাত্রী রফিকুল ইসলাম বলেন, হঠাৎ করেই ট্রেনটা থেমে যায়। পরে শুনলাম বগি লাইনচ্যুত হয়েছে। আমরা আতঙ্কে পড়ে যাই। শেষমেশ পায়ে হেঁটে রাস্তায় উঠে বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে।
পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, আপাতত ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজের জন্য লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। আজ এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। তবে রাতের মধ্যে লাইন সচল করার চেষ্টা করা হবে।
লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার শিপন আলী বলেন, পীরগাছায় রেলক্রসিংকালে লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাময়িকভাবে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চলাচল স্বাভাবিক করতে সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
রিলিফ ট্রেন আসলে দ্রুতই উদ্ধার কাজ সম্পন্ন হয়ে রেল যোগাযোগ সচল হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনিরহাট লে ডিভিশন ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
পীরগাছায় পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
অ্যাকশনমুখী ডিসি সারোয়ার দিলেন ১৫ দিনের আল্টিমেটাম