ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিলে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জ্যোতিডাঙ্গা এলাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মিজানুর রহমান (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি ২ সন্তানের জনক। নিহতের বাড়ি কেশবপুর গ্রামে। তিনি মৃত্যু জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বজ্রপাতে মিজানুরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি জানান, বর্ষা মৌসুমে পীরগঞ্জসহ রংপুর অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। বজ্রপাতের সময় খোলা মাঠে না দাঁড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

NJ
আরও পড়ুন