ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতে পালাচ্ছেন নানক, এমন খবরে সীমান্তে নিরাপত্তা জোরদার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম

গুজব ওঠে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছেন। এমন খবরে মৌলভীবাজারের জুড়ির ফুলতলা সীমান্তের কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও বিজিবি। তবে কোথাও তাকে পাওয়া যায়নি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ফুলতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকাল থেকে স্থানীয়রা লোকমুখে শুনেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিজিবি স্থানীয় তিনটি বাড়ি তল্লাশি করে। তবে ওই সব বাড়িতে আওয়ামী লীগের কাউকে পাওয়া যায়নি।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মেহেদী হাসান বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার জন্য জুড়িতে অবস্থান করেছেন। এই সংবাদের ভিত্তিতে আমরা তিনটি বাড়ি তল্লাশি করি। তবে এসব বাড়িতে আওয়ামী লীগের কাউকে পাওয়া যায়নি।

SM/FI
আরও পড়ুন