ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন ও রেসিডেন্ট চিকিৎসকদের হামলার ঘটনায় তিনজনকে দুইমাসের কারাদণ্ড দিয়েছে ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
দণ্ডিতরা হলেন- মো. শাকিব হোসেন (২৪), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) ও ইমতিয়াজ আহাম্মেদ (২৫)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ঢামেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. তৌফিক আহমেদ মিশু বলেন, ‘কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপে আমরা ইন্টার্ন চিকিৎসকবৃন্দ সন্তুষ্ট। আশা করি, এর মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপিত হলো এবং ভবিষ্যতে দেশের যেকোনো হাসপাতালে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন কার্যকর করা হোক এবং বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্বাস্থ্য পুলিশ’ নামে একটি স্বতন্ত্র ইউনিট গঠন করে সরকারি ও বেসরকারি সকল হাসপাতালে নিয়োগ দেওয়া হোক।’
এরআগে হামলায় জড়িতদের বিচার দাবিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ আসাদুজ্জামানে ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কাছে স্মারকলিপি দেন চিকিৎসকরা।

