বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কাফরুল থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন। এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম তার গ্রেপ্তার আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান এবং পুনরায় কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ গোলচত্বর এলাকার বাটা শো-রুমের সামনে ওই আন্দোলনে অংশ নেওয়া মো. রুস্তমকে ছোড়া গুলিতে আহত করা হয়। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর নিহতের পরিবার কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করে।
বিচার বিভাগের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রশ্নের রায় মঙ্গলবার