ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইনজীবী সাইফুল ইসলাম হত্যা

চট্টগ্রামে ভিডিও ফুটেজ দেখে ৬ জনকে শনাক্ত

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে এ পর্যন্ত ২৭ জনকে আটক করা হয়েছে।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩২ পিএম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন ছয়জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে এ পর্যন্ত ২৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এর মধ্যে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়াকালে আওয়ামী লীগের ৬ নেতাকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। এছাড়া আটকৃতদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীও রয়েছেন।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় বিক্ষোভ-হামলার ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

এ ঘটনায় দেশজুড়ে নিন্দা-প্রতিবাদ ও বিক্ষোভ অব্যহত রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন