সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক পূরণজিতের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১৬ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পূরণজিত মহালদার মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় নগরীর বারোরাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পূরণজিত মহালদার। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

মঙ্গলবার সকাল ৯টায় অধ্যাপক পূরণজিতের মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে রাখা হয়। সেখানে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা শেষ বিদায় জানান। তাঁর মরদেহ গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায় নেওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

ড. পূরণজিত মহালদারের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যালামনাই সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল শোক জানিয়েছেন।

JA
আরও পড়ুন