ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইফতারের সঙ্গে ৫০০ টাকা পেল শিক্ষার্থীরা

শিবিরের ইফতার প্রোগ্রামে আজকে ইফতারির পাশাপাশি তুর্কি নাগরিকের দেওয়া ৫০০ টাকা শিক্ষার্থীদের জন্য এক অন্যরকম অনুভূতি। 

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রশিবিরের আয়োজনে প্রতিদিনই ইফতার বিতরণ করা হয়। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার বিতরণের সময় দেখা গেছে ভিন্ন চিত্র।

বৃহস্পতিবার বিকেলে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ইফতারের বক্সের সঙ্গে তুরস্কের এক ভদ্রলোক শিক্ষার্থীদের দিয়েছেন ৫০০ টাকার একটি নোট। 

জানা যায়, তুরস্কের সংস্থা টিকা'র সহযোগিতায় এ আয়োজন করা হয়। অন্যান্য দিনের চেয়ে বৃহস্পতিবারের ইফতারের আয়োজনে এ ভিন্নতা লক্ষ্য করা গেছে। এতে প্রায় ১৫০০ শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এক এক করে শিক্ষার্থীদের হাতে ইফতার ও টাকা তুলে দেওয়া হচ্ছে। 

কমেন্টে একজন মন্তব্য করেন, শিবিরের ইফতার প্রোগ্রামে আজকে ইফতারির পাশাপাশি তুর্কি নাগরিকের দেওয়া ৫০০ টাকা শিক্ষার্থীদের জন্য এক অন্যরকম অনুভূতি। নিঃসন্দেহে এবার সেরা রমজান অতিবাহিত হচ্ছে!

সুলতান আরেফিন নামে একজন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আজকের ইফতারে তুরস্কের সংস্থা টিকা’র সহযোগিতা ছিল। আজকের ইফতারের আইটেমও স্পেশাল। 

AHA
আরও পড়ুন