‘জুলাই বার্তা’ শিরোনামে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে একটি বার্ষিক নিউজলেটার প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের সম্পাদনায় এই প্রকাশনাটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান এবং তাতে কলেজের গৌরবোজ্জ্বল অংশগ্রহণকে কেন্দ্র করে রচিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কলেজটির জনসংযোগ কর্মকর্তা মুহাঃ আমীমুল ইহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউজলেটারে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ)-এর বীরত্বপূর্ণ আত্মত্যাগকে বিশেষভাবে স্মরণ করা হয়েছে, যার সাহস ও প্রেরণায় আন্দোলনের চেতনা আজও প্রজ্বলিত। এছাড়া এতে স্থান পেয়েছে শহীদ পরিবারের সদস্যবৃন্দের আবেগময় লেখা, শিক্ষার্থীদের স্মৃতিচারণা ও কবিতা- যা জুলাইয়ের চেতনাকে ধারণ করে।
ঝুঁকিপূর্ণ জবির রফিক ভবন: ভিসি বলছেন, সংস্কার করতে সময় লাগবে 