জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৬৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ৭৩ জন সাবেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৪টায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন, তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থী। অভিযুক্ত অধ্যায়নরত ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে ২ বছর, ৮ জনকে ১ বছর জন্য ও ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন অব্যাহতি দেওয়া হয়েছে—এ প্রশ্নে উপাচার্য বিস্তারিত মন্তব্য না করলেও তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব জানান, যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ মেলেনি। ভিডিও ফুটেজেও তাদের সম্পৃক্ততার কোনো সূত্র পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এসব শিক্ষার্থী গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলায় সরাসরি অংশ নেয়। শাস্তি প্রদানের মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য।
