ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষণার পর শিক্ষার্থীরা সোমবার সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছেন।

তবে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীদের অনেকেই হল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। কোনো অবস্থাতেই হল ছাড়বেন না বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এদিকে, ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে র‌্যাব, পুলিশ, সেনা ও বিজিবি মোতায়েন রয়েছে।

হলগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে ছাত্রীদের হল ছেড়ে যাওয়ার হার ছেলেদের তুলনায় তুলনামূলকভাবে বেশি।

হলের এক শিক্ষার্থী জানান, পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আমরা চরম ক্ষতির মুখে পড়েছি। এছাড়া নিরাপত্তাজনিত কারণ তো রয়েছেই, সব মিলিয়ে হল ছাড়তে বাধ্য হচ্ছি। তবুও চাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক, যাতে পড়াশোনা আবার চালিয়ে যেতে পারি।

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয় রোববার রাত সাড়ে ৯টায়। অনলাইনে অনুষ্ঠিত এ সভায় বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

AHA
আরও পড়ুন