ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রামে শিক্ষার্থী ও গ্রামবাসীর দ্বন্দ্বে মামলা, গ্রেপ্তার ৮

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার পর পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-

  • মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫)
  • হাসান প্রকাশ হাসাঈন (২২)
  • রাসেল প্রকাশ ওরফে কালো রাসেল (৩০)
  • মো. আলমগীর (৩৫)
  • মো. নজরুল ইসলাম (৩০)
  • মো. জাহেদ (৩০)
  • মো. আরমান (২৪)
  • মো. দিদারুল আলম (৪৬)

গত সোম ও মঙ্গলবার চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ঘটে, যাতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরদিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চবি কর্তৃপক্ষ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করে, যেখানে ৯৮ জনের নাম উল্লেখ করে আরও ১ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, ‘মামলা দায়েরের পর আমরা অভিযান শুরু করি। যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরাও।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক এই সংঘর্ষ ঘিরে চবি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

NB/SN
আরও পড়ুন