ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হুইলচেয়ারে বসে ভোট দিলেন মেঘমল্লার বসু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

ডাকসু নির্বাচনে ভোট দিতে হুইলচেয়ারে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে যান প্রতিরোধ পর্ষদ সমর্থিত জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি একজন সহকারী-এর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, তবে কেন্দ্রের উপস্থিত শিক্ষার্থীরা তার দৃঢ়তা ও অংশগ্রহণকে স্বাগত জানান। এ ঘটনায় ভোটারদের মাঝে আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী পরিবেশ সৃষ্টি হয়।

প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার এই নির্বাচনে ২৮টি কেন্দ্রীয় পদে ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করবেন। ভোট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে, যেখানে রয়েছে ৮১০টি বুথ।

সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং উপস্থিত সাংবাদিক ও পোলিং এজেন্টদের সামনে তা উন্মুক্ত করা হয়। প্রথমবারের মতো হলে নয়, কেন্দ্রীয়ভাবে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে ক্যাম্পাসে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিঘ্নের আশঙ্কা নেই।

সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানান, ভিড় এড়াতে ও দ্রুত ভোট দিতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন। একজন ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দিতে হচ্ছে।

DR/AHA
আরও পড়ুন