ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা কলেজ ও  আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও  আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আইডিয়াল কলেজের ২৭ ব্যাচের একজন শিক্ষার্থীকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করে আইডি কার্ড ছিনিয়ে নেন। এই ঘটনার জের ধরে আজ সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ৪ থেকে ৫ জন শিক্ষার্থীর কাছ থেকে কলেজের মনোগ্রাম ছিঁড়ে রেখে দেয় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। 

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রীন রোড এলাকায় কনকর্ড টাওয়ারের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। ঢাকা কলেজগামী বাসগুলোতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে থাকে। এলাকায় আতঙ্ক বিরাজ করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছে।

এবিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আজকের ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান। পুলিশ তৎপর রয়েছে। আগামীকাল কোন ঝামেলা সৃষ্টি করতে চাইলে পুলিশ কঠোর ব্যবস্থা নিবে।

FJ
আরও পড়ুন