গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘বিভিন্ন তথ্য বলে গত দুই বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনে ১ লাখের মতো মানুষ হত্যা করেছে, যার মধ্যে ৪০ শতাংশের ওপরে নারী ও শিশু। যারা বিশ্ব মানবতার বুলি আওড়ায়ে বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সেনাবাহিনী প্রেরণ করে ওইদেশকে ইনভেড করে তারা যখন ফিলিস্তিনে আগ্রাসন চালায় সেই জায়গায় তাদের নীরবতা আমাদের ভোগায়।
সুমুদ ফ্লোটিলায় হামলার নিন্দা জানিয়ে জাকসুর সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নৃশংসভাবে হত্যা করে আসছে। তাদের ওপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন সমাজকর্মী, সাংবাদিকদের নিয়ে সুমুদ ফ্লোটিলা ফিলিস্তিনের অভিমুখে কাছাকাছি গেলে ইসরায়েলি সেনারা তাদের প্রতিরোধ করে এবং তাদের অবরুদ্ধ করে বন্দি করে। ফিলিস্তিনের মা-বোনেরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে, পানির অভাবে মারা যাচ্ছে এবং ফিলিস্তিনের মানুষ ও শিশুদের পাখিদের মতো গুলি করে হত্যা করেছে তখন তাদের মানবতার বুলি কোথায় থাকে?
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, গত কয়েক দিন থেকে অভুক্ত গাজাবাসীর আহার সন্ধানের জন্য সুমুদ ফ্লোটিলা যাত্রা করেছিল সেখানে ফ্যাসিস্ট ইসরায়েল সরকার বাধা দিয়েছে। এই পৃথিবীর এক নম্বর টেরোরিস্ট দেশ হলো ইসরায়েল এবং তাদের নেতা নেতানিয়াহু।
মানবতাবিরোধী কাজের জন্য ইসরায়েল একাই দায়ী নয়। তার পেছনে অনেক শক্তি কাজ করছে যাদের মধ্যে আছে আমেরিকা। মানবতাবিরোধী কাজে উভয়ই সমান দোষী। সময় এসেছে মানবতা লঙ্ঘনকারী এদের ধ্বংস করতে হবে এবং ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। সেখানে জাতিসংঘ যেন তার মুখ্য ভূমিকা পালন করে।
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
ফেব্রুয়ারির আগেই হতে পারে চবির ভর্তি পরীক্ষা