দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন।
কোন হলের শিক্ষার্থীরা কোন ভবনে ভোট দেবেন-
১. ডিনস কমপ্লেক্স ভবন
বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেওয়ার কথা ছিল মন্নুজান হলের শিক্ষার্থীদের। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় কেন্দ্রটি পরিবর্তন করে নেওয়া হয়েছে ডিনস কমপ্লেক্স ভবনে। মন্নুজান হলের ভোটার সংখ্যা ২৩৭৮ জন। ভবনটি মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবনের পাশেই অবস্থিত।
২. ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলাভবন
ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলাভবনের বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারি কক্ষে ভোট দেবেন শহীদ জিয়াউর রহমান হলের ১৯৬৩ জন শিক্ষার্থী।
৩. ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবন
ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনে ভোট দেবেন দুইটি হলের শিক্ষার্থীরা। ভবনের ১২৮ নম্বর কক্ষে ভোট দেবেন জুলাই-৩৬ হলের ২৪৭২ জন শিক্ষার্থী এবং ১২২ নম্বর কক্ষে ভোট দেবেন রোকেয়া হলের ২১৭৩ জন শিক্ষার্থী।
৪. রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন
রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে ভোট দেবেন তিনটি হলের শিক্ষার্থীরা। ১৪৬ নম্বর কক্ষে তাপসী রাবেয়া হলের ১২৪১ জন শিক্ষার্থী, ১১৯ নম্বর কক্ষে ভোট দেবেন বেগম খালেদা জিয়া হলের ১২৭৫ জন শিক্ষার্থী ও ১২৩ নম্বর কক্ষে রহমতুন্নেসা হলের ১৭৬৬ জন শিক্ষার্থী ভোট প্রদান করবেন।
৫. জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন
জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুইটি হলের ভোটাররা। ১৩৩ নম্বর কক্ষে ভোট দেবেন শহীদ হবিবুর রহমান হলের ২৪৪৬ জন শিক্ষার্থী। ১০১ নম্বর কক্ষে ভোট দেবেন শহীদ শামসুজ্জোহা হলের ১৩০৪ জন শিক্ষার্থী।
৬. জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন
জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুইটি হলের শিক্ষার্থীরা। ভবনটির সিএসএলের ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হলে ১৫২৯ জন শিক্ষার্থী ভোট দেবেন। ১১৬ নম্বর কক্ষে নবাব আব্দুল লতিফ হলের ১১১৩ জন শিক্ষার্থীরা ভোট দেবেন।
৭. সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন
সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনেও ভোট দেবেন দুইটি হলের শিক্ষার্থীরা। ভবনটির ১৩৩ নম্বর কক্ষে শের-ই বাংলা ফজলুল হক হলের ৯৯৩ জন শিক্ষার্থী ভোট দেবেন। ২০৮ নম্বর কক্ষে ভোট দেবেন মতিহার হলের ১৮৭১ জন শিক্ষার্থী।
৮. জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবন
জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। ভোটার সংখ্যা ১৮৭৪ জন। ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভোটাররা ভোট দেবেন। ভোটার সংখ্যা ১৮৬১ জন।
৯. জুবেরী ভবনের পূর্ব হলরুম
বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হলরুমে সৈয়দ আমীর আলী হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। ভোটার সংখ্যা ১২৩০ জন। পশ্চিম হল রুমে শাহ মখদুম হলের ভোটগ্রহণ চলবে। ভোটার সংখ্যা ১৪০৯ জন।
ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা চলবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
রাকসু নির্বাচন: জরিপে ৩ পদেই এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী
রাকসু নির্বাচন ১৬ অক্টোবর