ঋতুপর্ণার মা আর নেই

অনেকদিন ধরে অসুস্থ ছিলেন ঋতুপর্ণার মা। অক্টোবরের শেষ থেকে ক্রমশ খারাপের দিকে যায়। অবস্থা বেগতিক হলে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয় তাকে।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা আর নেই। ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ঋতুপর্ণার সহকারী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় মারা গেছেন তিনি। ঋতুপর্ণার মা নন্দিতা সেনগুপ্তের বয়স হয়েছিল আনুমানিক ৭৬ বছর। 

শর্মিষ্ঠা জানিয়েছেন, নায়িকার স্বামী সঞ্জয় চক্রবর্তী ও মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন। ছেলে অঙ্কন শিক্ষার সূত্রে বোস্টনে। তিনি আসতে পারেননি। ভিডিও কলে নানিকে শেষ দেখা দেখেছেন।

অনেকদিন ধরে অসুস্থ ছিলেন ঋতুপর্ণার মা। অক্টোবরের শেষ থেকে ক্রমশ খারাপের দিকে যায়। অবস্থা বেগতিক হলে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয় তাকে।

সেসময় নায়িকা বলেছিলেন, “অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছে। ডায়ালাইসিস চলছে। একাধিক পরীক্ষায় জানা গিয়েছে, প্লাটিলেট রক্তচাপ কমে গিয়েছে। শরীরে আরও নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

এদিকে অভিনেত্রীর শাশুড়ির অবস্থাও খুব একটা ভালো না। বেশ অসুস্থ তিনি। দুই দিক সামাল দিতে গিয়ে বেসামাল হয়ে পড়েছিলেন ঋতুপর্ণা। এবার মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি

NC/RH