বক্স অফিসে সাফল্য ধরে রেখেছে ধুরন্ধর’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য বজায় রেখেছে। ‘কান্তারা চ্যাপ্টার ১’, ‘ছাভা’ ও ‘স্ত্রী ২’র মতো সফল সিনেমাগুলোকে পেছনে ফেলে চলতি বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে বক্স অফিসে জায়গা করে নিয়েছে।

মুক্তির ১৮তম দিনে এসে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৮৭২ কোটি টাকা । সিনেমাটি ‘কান্তারা চ্যাপ্টার ১’র মোট আয় ৮৫২ কোটি টাকা এবং ‘স্ত্রী ২’র ৮৫৭ কোটি টাকার আয়কে টপকে ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।

তৃতীয় সপ্তাহান্তে ‘ধুরন্ধর’ ৯৫ কোটি টাকা নেট আয় করে যেখানে একই সময়ে হল দখল করে ছিল হলিউড ছবি ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’।

সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় বক্স অফিসে ছবিটির আয় কমে ১৬ কোটি টাকা নেট সংগ্রহ করে। যদিও এটি আগের দিনের তুলনায় কিছুটা কম তবু নির্মাতাদের মতে আয় এখনও সন্তোষজনক। সব মিলিয়ে ১৮ দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৭১.৭৫ কোটি টাকা নেট (৬৮৬ কোটি টাকা গ্রস)।

বিদেশেও ছবিটির দাপট কমেনি। এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ছবিটি আয় করেছে ২০.৫ মিলিয়ন ডলার যা বিশ্বব্যাপী আয়ের দিক থেকে এর অবস্থান আরও শক্ত করেছে।

আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলারে রণবীর সিং অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায়। ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর. মাধবন। নির্মাতারা জানিয়েছেন,‘ ধুরন্ধর পার্ট ২’ মুক্তি পাবে আগামী বছরের মার্চ মাসে।

SN
আরও পড়ুন