ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের প্রথম হিন্দি সিনেমা ‘জওয়ান’। আর তাতেই হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর আবারও অ্যাকশনের উপরই ভরসা রাখছেন সুপারস্টার এই পরিচালক। এবার নিয়ে এলেন ‘বেবি জন’। ইতোমধ্যে ‘বেবি জন’-এর টিজারও প্রকাশ করেছেন।
তবে এই ছবির পরিচালক তিনি নন। কেবল মাত্র উপস্থাপক। প্রযোজনায় অংশীদার তার স্ত্রী প্রিয়া অ্যাটলি। সে যাই হোক। ছবির হিরো কে? চোখ দেখে হয়তো অনেকেই অনুমান করে ফেলেছেন। হ্যাঁ, বরুণ ধাওয়ান। একেবারে মারকাটারি মেজাজেই বলিউডের হ্যান্ডসাম হাঙ্ককে দেখা যাচ্ছে।
এক মিনিট ৫ সেকেন্ডের টিজারে কথাকলির তাণ্ডব নাচ দেখা গেছে। আর তার মধ্যেই আক্রমণাত্মক মেজাজে রয়েছেন বরুণ। বন্দুক দিয়ে সাজানো সিংহাসনে বসতে দেখা গেছে তাকে।
এ ছবিতে বরুণের পাশাপাশি দেখা যাবে কীর্তি সুরেশকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওয়ামিকা গাব্বি। এছাড়াও টিজারে জ্যাকি শ্রফ ও রাজপাল যাদবকে ট্যাগ করেছেন অ্যাটলি। আগামী ৩১ মে সিনেমা হলে মুক্তি পাবে ‘বেবি জন’। সূত্র: হিন্দুস্থান টাইমস।
