ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ননদের জন্মদিনে অনুপস্থিত ঐশ্বরিয়া

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮:৪০ পিএম

বয়সের হাফ সেঞ্চুরিতে পা দিলেন শ্বেতা বচ্চন নন্দা। মেয়ের জন্মদিনের আয়োজনে কোনো কমতি রাখেননি অমিতাভ ও জয়া বচ্চন। গত ১৭ মার্চ সন্ধ্যায় মুম্বাইতে এক পার্টির আয়োজন করেন বচ্চন দম্পতি। সেখানে করণ জোহর থেকে শাহরুখ কন্যা সুহানাকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন বচ্চন পরিবারের অন্যতম সদস্য ঐশ্বরিয়া রাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বোনকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। এ মাধ্যমেও ঐশ্বরিয়া ছিলেন চুপ।

অভিষেক লেখেন, ‘হ্যাপি বার্থ ডে শ্বেতাদি, আমি হয়তো বলি না বা দেখাই না, কিন্তু তুমি আমার কাছে সব। আই লাভ ইউ।’

অমিতাভ কন্যা শ্বেতারও স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বহু আগেই। কেন এ বিচ্ছেদ, সেটার কারণও বচ্চন পরিবার থেকে জানানো হয়নি। ডিভোর্সের পর শ্বেতা বাবার বাড়িতেই থাকেন। কিছুদিন আগে একটি বাংলো বাড়ি মেয়ের নামে লিখে দিয়েছেন অমিতাভ। তবে শ্বেতার সঙ্গে ঐশ্বরিয়ার বিরোধ তারও আগে থেকে।

ভারতীয় মিডিয়ার দাবি, শ্বেতাই নাকি ঐশ্বরিয়ার লাগাম টানতে চান। যার ফলাফল, ভাইয়ের সংসারে ভাঙনের সুর! তবে বচ্চন পরিবারের কেউ এ ব্যাপারে মুখ খোলেননি। বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন।

শ্বেতার উদ্দেশে অমিতাভ লেখেন, ‘পরিবারই একমাত্র শক্তি, যা সকলকে একসঙ্গে ধরে রাখে। আশা করব, সারা জীবন এমনই থাকবে।’

উল্লেখ্য, সর্বশেষ চলতি মাসের শুরুতে আম্বানিদের প্রি ওয়েডিংয়ে যোগ দিয়ে একই বিমানে উঠেছিলেন শ্বেতা আর ঐশ্বর্য। তবে বিমান থেকে নেমে দুজনে আলাদা গাড়ি ব্যবহার করেন। সূত্র: বলিউড লাইফ, ‍নিউজ ১৮।

NC/SA
আরও পড়ুন