প্রিয়াঙ্কা চোপড়া যেন খুশিতে স্তম্ভিত। নতুন কোনও ছবি মুক্তি পাচ্ছে বিষয়টি এমন না। পুরস্কারও নয়। এমনকি সিনেমা বা সংগীত সম্পর্কিত কিছু নয়। এই খুশির কারণ একেবারে ভিন্ন।
অভিনেত্রী এখন বেশিরভাগ সময় বিদেশেই থাকেন। কিছুদিন আগে আম্বানি পরিবারের বিয়ের আসরে নেচে-গেয়ে মুম্বাই যেন একাই কাঁপিয়েছেন তিনি। সেই রাতেই আবার পাড়ি দিয়েছেন আমেরিকা। সেখান থেকে শুটিং করতে চলে গেছেন অস্ট্রেলিয়া।
২৮ জুলাই সেখানে প্রিয়াঙ্কা অদ্ভুত একটি সুন্দর খবর পেয়েছেন, যাতে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। প্রিয়াঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা এমন একটি সারপ্রাইজ পাবেন তাও আবার ভিন্ন দেশে, এমনটা যেন কল্পনাও করতে পারেননি তিনি। অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার একটি পশু সংরক্ষণ কেন্দ্রে, সেখানেই দেখলেন ছোট্ট একটি কোয়ালাকে। মায়ের পিঠে চেপে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে।
অভিনেত্রী, কোয়ালা বাচ্চাটাকে চোখ ভরে দেখছিলেন। তখনই, সংরক্ষণ কেন্দ্রের এক কর্মী বলে উঠলেন, ‘ও ৮ মাস বয়সের একটি কোয়ালা। খুব ছোট। আমরা আজকে এটা ঘোষণা করতে চাই, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা।’
কথাটি শুনেই যেন আপ্লুতি এ বিশ্বসুন্দরী। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে এমনটা হতে পারে! আনন্দে যেন আত্মহারা প্রিয়াঙ্কা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বললেন, ‘একটা ৮ মাসের কোয়ালা বেবি, ওর নাম প্রিয়াঙ্কা! ভাবা যায়? এত মিষ্টি একটা মুহূর্ত উপভোগ করলাম আমরা। আমি ধন্য। এত সুন্দর একটা উপহারের জন্য ধন্যবাদ। আমায় এত সুন্দর পশুদের সঙ্গে পরিচয় করানোর জন্যও আমি আপ্লুত।’
উল্লেখ্য, অভিনেত্রী হলিউডের ‘দ্য ব্লাফ’ শুটিং করতে ব্যস্ত এখন। শুটিংয়ে কখনও হাত কেটে যাচ্ছে, আবার কখনও অন্যান্য ক্ষতি হচ্ছে। কিন্তু তিনি নিজের কাজে অটল রয়েছেন। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে বলিউডের ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
