ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্যাফেতে দুর্ঘটনার শিকার অভিষেক বচ্চন

বাবা-ছেলে জুটি মুম্বাইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাজ ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেন। এরই মাঝে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ এএম

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে একশর বেশি রানে জিতেছে ভারত। এদিকে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে দেখা যায় এ জয় উদযাপন করতে।

এরপর বাবা-ছেলে জুটি মুম্বাইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাজ ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেন। এরই মাঝে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। 

যেখানে দেখা যায়, অমিতাভ বচ্চন একটি সাদা হুডি এবং কালো প্যান্ট পরেছিলেন, আর অভিষেক জার্সি পরেছিলেন। মাদ্রাজ ক্যাফের বাইরে বেরিয়ে আসার সময় একটা ছোট্ট দুর্ঘটনার সম্মুখীন হন জুনিয়র বচ্চন।

দরজার শাটার অর্ধেক বন্ধ রাখা হয়েছিল। সেটি তুলে তারা বেরিয়ে আসছিলেন। তখনই কোনোভাবে শাটারটি এসে মাথায় পড়ে জুনিয়র বচ্চনরে। যদিও খুব বেশি আঘাত লাগেনি। 

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে শেষবার দেখা যায় পরিচালক নাগ অশ্বিনের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’তে। যেখানে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনও অভিনয় করেছিলেন। আর অভিষেকের শেষ কাজ ছিল ‘আই ওয়ান্ট টু টক’। 

AHA
আরও পড়ুন