ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা।
শোক প্রকাশ করে বলিউড অভিনেতা সানি দেওল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাঁদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’

আলিয়া ভাট মন্তব্য করেছেন, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’
এদিকে অক্ষয় কুমার বলেছেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় যতটা হতবাক, ততটাই বাকরুদ্ধ। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।’

শোকবার্তা জ্ঞাপন করে করণ জোহর লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এহেন ভয়ানক বিমান দুর্ঘটনা ভীষণ দুর্ভাগ্যজনক। এখনও পর্যন্ত হতাহতের খবর এসেই যাচ্ছে। বিমানে থাকা যাত্রীদের জন্য প্রার্থনা করছি। ওদের পরিবারের প্রতি সমবেদনা।’
ভিকি কৌশলের মন্তব্য, ‘যতবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরগুলো পড়ছি, ততবার ওই ২৪২ জন যাত্রীদের কথা ভেবে আমার মন কেঁদে উঠছে। ঈশ্বর রক্ষা করুন। সকলের সেরে ওঠার জন্য প্রার্থনা করছি।’
সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সোনু সুদ লিখছেন, ‘এয়ার ইন্ডিয়া ফ্লাইট এর সমস্ত যাত্রীদের জন্য আমার গভীর শোক এবং প্রার্থনা রইল। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার জন্য টেক অফ করতে এই ঘটনা ঘটে। আমার হৃদয় ভারাক্রান্ত।’
অন্যদিকে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ বিমান দুর্ঘটনায় শোকাহত। সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা শুনে একেবারে হৃদয়ভারী হয়ে গেছে। সকল যাত্রী ও তাদের পরিবার প্রত্যেকের জন্য আমার হৃদয় কাঁদছে। এই কঠিন সময়ে আমার প্রার্থনা রইল।’

অভিনেত্রী পরিণীতি চোপড়া বলছেন, ‘আমি এখনও ভাবতে পারছি না সেই পরিবার গুলোর কথা, যারা এই দুর্ঘটনায় তাদের কাছের মানুষকে হারাল। ঈশ্বর আপনাদের শোক সইবার শক্তি দিক।’
অভিনেত্রী দিশা পাটানি এক পোস্টে লিখেছেন, ‘আমেদাবাদের ঘটনায় আমার হৃদয় কাঁদছে। আমি আশা করছি দুর্ঘটনায় কিছু মানুষ বেঁচে আছেন। তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন। যারা মারা গেছেন তাদের জন্য আমি আমি মর্মাহত।’
প্রসঙ্গত, দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই ফ্লাইটটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনেটের মধ্যে বিধ্বস্ত হয়। বিমানটি আহমেদাবাদের আবাসিক এলাকা মেঘানিতে বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন। বিধ্বস্ত বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের, একজন কানাডা ও সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন।
এরমধ্যে জানা গেছে, বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।
