ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সালমান খান অবশেষে কী বিয়ে করছেন

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম

বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের বয়স এখন ৬০ ছুঁইছুঁই। এ বয়সেও ঘর বাঁধেননি তিনি। তবে জীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন। সে প্রেমও বেশি দিন টিকেনি। তাকে নিয়ে বরাবরই এক প্রশ্ন উঠে, কবে বিয়ে করছেন ভাইজান।

এবার বোধহয় ভক্তদের সে প্রশ্নের অবসান হতে যাচ্ছে। জীবনসঙ্গী বোধহয় খুঁজে পেয়েছেন তিনি। তেমনি এক ইঙ্গিত পাওয়া গেছে সামাাজিক যোগাযোগমাধ্যমে তার এক পোস্টে।

সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন ছিল গত বুধবার। বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করেন সালমান। পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।’

তারপর সালমান লেখেন, ‘আমিও একদিন তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।’

তবে এর আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন সালমান। বলেছিলেন, ‘এখনকার দিনে খুব সহজেই বিয়ে ভেঙে যায়। ধুমধাম করে বিয়ে হয়, কিছুদিন পরই বিচ্ছেদ। তারপর দিতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও সম্পত্তির ভাগ। এতদিন পর এসব সামলানো আমার পক্ষে মুশকিলের ব্যাপার।’

RF
আরও পড়ুন