তারকা সন্তানদের জন্যই সুযোগ পাচ্ছিলেন না কৃতি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:০২ পিএম

পুরুষপ্রধান হিসেবে খ্যাত বলিউডের প্রচলিত ধারা যেন ভেঙে দিয়েছে টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘‘ক্রু’’ সিনেমা। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে গত ২৯ মার্চ মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসে যেমন নিজেকে প্রমাণ দিয়েছে এ সিনেমা, তেমনই এটি সাড়া ফেলেছে গল্প ও অভিনয়েও। সঙ্গে আলোচনায় উঠে এসেছেন কৃতি শ্যাননও।

তবে সাফল্যের মধ্যেও ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম ভুলে যাননি এই অভিনেত্রী। সম্প্রতি পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারকা সন্তানদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন কৃতি।

ক্যারিয়ারের শুরুতে একাধিকবার বলিউডের তারকা সন্তানেরা তাঁর তুলনায় বেশি সুযোগ পেতেন বলে জানান কৃতি। বিষয়টা কখনো কখনো তাঁকে হতাশাগ্রস্ত করে তুলত বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

কৃতি বলেন, একটা সময়ে জানতাম, আমার সম্ভাবনা অনেক বেশি। আরও গভীর কোনো চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম। কিন্তু সেটা হতো না।

কৃতি বলেন, ভালো কোনো চরিত্র না পেলে আপনি নিজের প্রতিভা দেখানোর যথেষ্ট সুযোগ পাবেন না। ভালো সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।

টাইগার শ্রফের বিপরীতে ‘হিরোপান্তি’ ছবিতে বলিউড অভিষেক হয় কৃতির। কৃতি জানান, তাঁর কাছে যখন কম সুযোগ ছিল, তখন তারকা সন্তানদের অনেকেই সহজেই কাজ পেতেন। তারকা পরিবারের সন্তানদের দেখতাম, কী সহজে কিছু না করেই কাজ পাচ্ছে। দেখে অবাক হতাম। সূত্র: হিন্দুস্তান টাইমস। 

 

 

 

AS
আরও পড়ুন