রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আবারও তলব করল ভারতের ইডি। আগামী সপ্তাহে তাঁকে সিজিও দপ্তরে হাজির হতে বলা হয়েছে। এ মামলায় বুধবার (৫ জুন) তাকে ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছিলো। কিন্তু বিদেশে থাকার কারণে তিনি হাজির হননি।
রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন এক ইডি আধিকারিক। তবে বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করা হয়েছে।
এর আগেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। অন্য এক মামলায়। অর্থলগ্নিকারী সংস্থা রোজভ্যালির আর্থিক লেনদেনে অনিয়মের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২০১৯ সালে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। হাজিরাও দিয়েছিলেন তিনি।
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পৌরসভার সাবেক চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েকজন নেতা ও তাঁদের ঘনিষ্ঠকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি।
