বলিউড অভিনেতা অক্ষয় কুমার একসময় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেও সাম্প্রতিক সময়ে ফ্লপ মাস্টারে পরিণত হন এই নায়ক। তবে এখন পর্যন্ত অ্যাকশন, কমেডি আর দেশাত্মবোধক চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি লাখো ভক্তের হৃদয় জয় করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে পরিচালক সুনীল দর্শনের সঙ্গে একাধিক কাজ করেছিলেন অক্ষয়। তবে পরবর্তীতে তাদের সম্পর্কের ফাটলের কথাও সামনে আসে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়ের ক্যারিয়ার ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে অকপটে কথা বলেন সুনীল দর্শন। তিনি বলেন, অক্ষয় যখন ইন্ডাস্ট্রিতে এলেন, তিনি ছিলেন দারুণ হ্যান্ডসাম। ক্যারিয়ারের প্রথম আট বছরে কিছুটা অগ্রগতি পেলেও পরপর ১৩-১৪টি ছবি ফ্লপ হয়। এমনকি বড় পরিচালকদের সঙ্গেও তার ছবি চলছিল না। তিনি মিঠুন চক্রবর্তীর মতো হয়ে গিয়েছিলেন, যিনি না দেখেই ছবিতে সই করতেন। এই অভ্যাসই অক্ষয়ের ক্যারিয়ারে ক্ষতি করেছিল।
‘জানোয়ার’ ছবির প্রসঙ্গে সুনীল দর্শন বলেন, ‘আমার কাছে তখন এমন অনেক অভিনেতার তালিকা ছিল যারা আমার সঙ্গে কাজ করতে চায়। কিন্তু আমি অক্ষয় কুমারকেই বেছে নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল তার মধ্যে এখনও কিছু আছে। দুইটি কারণে আমি তাকে সাইন করি— প্রথমত, তিনি দেখতে খুব সুন্দর এবং দ্বিতীয়ত, তিনি শৃঙ্খলাবদ্ধ। তিনি পরিচালকের দৃষ্টিভঙ্গি বুঝতে পারতেন।’
বলিউডের ১৯৯৯ সালের সিনেমা ‘জানোয়ার’-এ অক্ষয় কুমার অভিনয় করেন বাদশা নামে এক চরিত্রে। শুরুতে সে একজন অপরাধী ছিল, নানা অপরাধে জড়িয়ে পড়েছিল- যাকে পর্দার গল্পে ‘জানোয়ার’ হিসেবে আখ্যা দেওয়া হয়। কিন্তু একসময় তার জীবনে এক পরিত্যক্ত শিশু আসে, যাকে সে নিজের সন্তান মনে করে বড় করতে শুরু করে। তখন সে নিজের পরিচয় বদলে বাবু লোহা নামে নতুন জীবন শুরু করে।
