হাজরে আসওয়াদে চুমু দিতে পেরেছি আলহামদুলিল্লাহ: ফারহান

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বর্তমানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়, ওমরাহ পালনে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের ব্যস্ততা থেকে খানিক বিরতি নিয়ে প্রথমবারের মতো পবিত্র স্থানটিতে গিয়েই অনুভব করছেন জীবনের এক ভিন্নতর শান্তি যা নিজের ভাষায় তিনি বলেছেন, ‘জীবনের সেরা দিন’।

শুক্রবার (১০ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ফারহান। সেখানে তাকে ইহরামের সাদা পোশাকে, পবিত্র কাবা শরীফের সামনে বসে থাকতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন’।

মুশফিক আর ফারহানের ফেসবুক থেকে নেওয়া

ভিডিওতে আবেগঘন কণ্ঠে ফারহান বলেন, আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার এখানে আসা। কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকেই হাজরে আসওয়াদে (কালো পাথর) চুমু দিতে পেরেছি যা ভাগ্যের চেয়েও বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই।

তিনি আরও বলেন, আল্লাহ যেন সবাইকে এই পবিত্র স্থান আসার তাওফিক দেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

ফারহানের এই ভিডিও প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তরা তাকে শুভেচ্ছা ও দোয়ার বার্তায় সিক্ত করেন। অনেকেই মন্তব্য করেন, তার মতোই নিজেরাও এমন সৌভাগ্যের আশা করেন।

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে ফারহান দেশে ফিরবেন। এরপর নতুন একটি টেলিভিশন নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলেও তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

মুশফিক আর ফারহান, যিনি গত কয়েক বছর ধরে নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ, দর্শকের কাছে তার নিপুণ অভিনয় ও চার্মিং উপস্থিতির জন্য প্রশংসিত। এবার বাস্তব জীবনের এই আধ্যাত্মিক সফরও তার ভক্তদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটছে।

DR/MMS
আরও পড়ুন