নদী অববাহিকায় দৃষ্টিসীমা নামতে পারে ২০০ মিটারে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:২০ এএম

দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার তীব্রতায় দৃষ্টিসীমা (Visibility) ২০০ মিটার বা তার নিচে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নৌ-যানসমূহকে অত্যন্ত সাবধানে চলাচল করতে হবে। তবে আপাতত কোনো বিশেষ সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি।

আবহাওয়া অফিস আরও জানায়, সারাদেশে শীতের দাপট অব্যাহত রয়েছে। পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। 

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। সর্বসাধারণকে কুয়াশাচ্ছন্ন রাস্তায় সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

DR/SN
আরও পড়ুন