ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজান দিয়েছে ভেবে সময়ের আগেই ইফতার করলে কী হবে?

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১২:৩৪ পিএম

সারা দিন রোজা থাকার পর রোজাদার ইফতার সামনে নিয়ে বসে থাকেন এবং মাগরিবের আজানের অপেক্ষা করেন। সাধারণত ইফতারের সময় হিসেবে মাগরিবের আজানকে বেছে নেওয়া হয়েছে। কেননা নিয়ম অনুযায়ী ইফতার ও মাগরিব একই সময়ে শুরু হয়। তবে যদি ভুল করে কেউ নির্দিষ্ট সময়ের আগে ইফতার মুখে নেন সেক্ষেত্রে রোজা নষ্ট হবে? এবং এমন হলে করণীয় কী?

খবর সংযোগের পাঠকের জন্য এই প্রতিবেদনে তা তুলে ধরা হলো-

কখনো যদি কোনো কারণে ভুল করে নির্দিষ্ট সময়ের আগে আজান দিয়ে দেয় এবং লোকেরা ইফতার করে ফেলে কিংবা, আজান দিয়েছে ভেবে ইফতার করার পরবর্তীতে জানা যায় যে, আজান হয়নি বা সময়ের আগেই ইফতার করা হয়েছে, তাহলে রোজার কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না।।  কাফফারা দুটোই করতে হবে?

এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, যদি কখনো ভুলে সূর্যাস্তের আগেই আজান হয়ে যায় বা  কেউ আজান হয়ে গেছে ভেবে সময়ের আগেই ভুল করে ইফতার করে ফেলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এর কারণে তাকে এই রোজার কাজা করতে হবে কিন্তু কাফফারা দিতে হবে না। 

হজরত বিশর ইবনে কায়েস বলেন, আমি এক রমজানে বিকেল বেলা উমর রা.-এর নিকট উপস্থিত ছিলাম। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। উমর (রা.) সূর্য ডুবে গেছে মনে করে নিজেও পানি পান করলেন এবং আমাকেও পান করালেন। পরক্ষণেই সূর্য দেখা গেল। উমর রা. বললেন, ‘সমস্যা নেই। এর পরিবর্তে একটি রোজা কাজা করাই যথেষ্ট হবে।’ (সুনানে কুবরা, বায়হাকী ৪/৫৬৬; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস ৯১৩৮)

হজরত ইবনে জুরাইজ রহ. বলেন, আমি আতা রাহ.-কে জিজ্ঞেস করলাম, রমজানের এক মেঘাচ্ছন্ন দিনে সময় হয়েছে মনে করে ইফতার করেছি। এরপর সূর্য দেখা গেল। এখন আমি কি শুধু ওই দিনের রোজার কাজা করব, না আমাকে কাফফারাও আদায় করতে হবে? আতা রাহ. বললেন, হাঁ, (শুধু কাজা করবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস : ৯১৪৭)।

SN/JA
আরও পড়ুন