টয়লেট ক্লিনারের ভুল মিশ্রণে পুড়তে পারে শ্বাসনালি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম

বাথরুম ঝকঝকে করার আশায় অনেকেই একাধিক ক্লিনার বা রাসায়নিক একসঙ্গে মিশিয়ে ব্যবহার করেন। তবে অজান্তেই করা এই সাধারণ ভুল ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। এমনকি এর ফলে সৃষ্ট বিষাক্ত গ্যাস শ্বাসনালি পর্যন্ত পুড়িয়ে দিতে পারে। সম্প্রতি ভারতের পালমোনোলজিস্ট ডা. অঙ্কিত ভাটিয়া এক রোগীর উদাহরণ টেনে এই সতর্কতা জারি করেছেন।

ডা. ভাটিয়া জানান, সম্প্রতি তার কাছে এক রোগী গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। ওই ব্যক্তি বাথরুম পরিষ্কারের সময় দুটি ভিন্ন ব্র্যান্ডের টয়লেট ক্লিনার মিশিয়ে ব্যবহার করেছিলেন। রাসায়নিক বিক্রিয়ায় মুহূর্তেই তৈরি হয় বিষাক্ত ‘ক্লোরিন গ্যাস’। এই গ্যাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে পানির সঙ্গে মিশে ‘হাইড্রোক্লোরিক অ্যাসিড’ ও ‘হাইপোক্লোরাস অ্যাসিড’ তৈরি করে।

চিকিৎসকরা জানান, এই রোগী ‘রিএক্টিভ এয়ারওয়ে ডিসফাংশন সিনড্রোম’ (RADS)-এ আক্রান্ত হন। এতে শ্বাসনালি সংকুচিত হয়ে তীব্র শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া এবং ফুসফুসের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। বিশেষ করে অ্যাজমা রোগীদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে।

যুক্তরাষ্ট্রের সিডিসি-এর তথ্যমতে, ক্লোরিন গ্যাসের প্রভাবে চোখ-নাক জ্বালাপোড়া, মাথা ঘোরা ও বমিভাব হতে পারে। দুর্ঘটনা এড়াতে চিকিৎসকদের পরামর্শ- কখনোই হারপিক, ব্লিচ বা অ্যাসিড জাতীয় পণ্য একসঙ্গে মেশানো যাবে না। বাথরুম পরিষ্কারের সময় অবশ্যই ভেন্টিলেশন বা জানালা খোলা রাখতে হবে।

DR/SN