বাসাবাড়িতে যে কোন ঘরোয়া পার্টির আয়োজনে আমরা একটু ভিন্নতা রাখতে পছন্দ করি। ঘরোয়া পার্টিকে আরো জাঁকজমক করতে মোমবাতি রাখুন। আজকাল সুপার শপে বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকারের মোমবাতি দেখতে পাওয়া যায়। চলুন জেনে নেই, কোন অনুষ্ঠানে কোন রঙের মোমবাতি রাখবেন।
*গোলাপী এবং লাল রঙের মোমবাতি ভালবাসা এবং আবেগের বহিঃপ্রকাশের জন্য ব্যবহার করা হয়।
*সাদা রঙের মোমবাতি জ্বলনে এক ধরণের প্রশান্তি বিরাজ করে। 
*নীল রঙের মোমবাতি কষ্ট নিরাময়ের জন্য ব্যবহার করা হয়।
*ব্যক্তিজীবনে সৃজনশীলতা বাড়াতে এবং কর্মজীবনে ব্যবসায় বা উদ্যোগের ক্ষেত্রে কমলা রঙের মোমবাতি ব্যবহার করা হয়।
*আমরা অনেক সময়ই আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়ে বাসায় গেট-টুগেদারের আয়োজন করি। এক্ষেত্রে আপনি বেগুনী রঙের মোমবাতি দিয়ে ঘর আলোকিত করতে পারেন। বেগুনী রঙের মোমবাতি ব্যবহারের ফলে এটি ইনসমনিয়ার মতো রোগের মোকাবেলা করতে পারে।
