শীতকাল মানেই বাহারি রঙের সোয়েটার, জ্যাকেট আর শাল-চাদরের মেলা। ফ্যাশনপ্রেমীদের আলমারি থেকে বেরিয়ে এসেছে প্রিয় উষ্ণ পোশাকগুলো। কিন্তু শুধু পরলেই তো হলো না, এই উলের পোশাকের যত্ন জরুরি। সঠিক যত্নের অভাবে উলের পোশাকের জেল্লা হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে। শীতের পোশাকের কাচা এবং শুকোনোর সামান্য কিছু ভুলে নষ্ট হতে পারে আপনার সাধের সোয়েটার। আপনার শীতের পোশাক দীর্ঘদিন নতুনের মতো রাখতে মেনে চলুন বিশেষ কিছু টিপস।
সোয়েটার ভালো রাখার সহজ উপায়-
ডিটারজেন্ট ও জলের তাপমাত্রা
উলের পোশাক ঘরেই ধোয়া যেতে পারে, তবে ভুলেও গরম জলে ধোবেন না। কড়া ডিটারজেন্ট উলের জন্য ক্ষতিকর। কম ক্ষারযুক্ত তরল সাবান, শ্যাম্পু বা উলের জন্য বিশেষভাবে তৈরি ডিটারজেন্ট ব্যবহার করুন। স্বাভাবিক তাপমাত্রার জলে সোয়েটার মিনিট পনেরোর বেশি ভিজিয়ে রাখবেন না। হালকা ঘষে পরিষ্কার জলে বার দুয়েক ধুয়ে নিন।
নিংড়ানো নয়, জল ঝরানো
উলের পোশাক কাচার পর বেশি নিংড়াবেন না। এতে পোশাকের আকার নষ্ট হতে পারে। প্রয়োজনে কলের উপর রেখে আলতোভাবে জল ঝরিয়ে নিন।
শুকোনোর সঠিক পদ্ধতি
উলের পোশাক ঝুলিয়ে শুকোতে দেবেন না। এর ফলে পোশাকের কাঁধের অংশ ঝুলে যেতে পারে। যেখানে ভালো রোদ আসে (ছাদ বা বারান্দা), সেখানে মাটিতে তোয়ালে পেতে তার ওপর সোয়েটার বিছিয়ে শুকোতে দিন।
ঘন ঘন ধোয়া পরিহার করুন
শীতের পোশাক ঘন ঘন ধুলে এর কোমলতা ও ঔজ্জ্বল্য দ্রুত নষ্ট হয়ে যায়। সোয়েটারে বা শালে অল্প কোথাও দাগ লাগলে শুধু সেই অংশটুকুই ধুয়ে নিন। পুরো পোশাকটি কাচার দরকার নেই।
আলমারিতে রাখার আগে সতর্কতা
ঘাম-যুক্ত উলের পোশাক সরাসরি আলমারিতে তুলে রাখবেন না। এতে পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি বাড়ে। আলমারিতে রাখার আগে অবশ্যই রোদে শুকিয়ে নিন।
ইস্ত্রি করার টিপস
উলের জামাকাপড় ইস্ত্রি করার আগে উল্টো করে নিন এবং তারপরে আয়রন করুন। এতে ফেব্রিকের ক্ষতি কম হয়।
পোকামাকড় থেকে সুরক্ষা
আলমারি কাঠের হলে উলের কাপড়ে পোকামাকড়ের আক্রমণ হতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে একটি কাগজে কয়েকটি কর্পূরের টুকরো এবং কয়েকটি গোটা গোলমরিচ রেখে মুড়ে নিন। এই পুরিয়া আলমারির ফাঁকে ফাঁকে রেখে দিলে পোকামাকড়ের হাত থেকে উলের পোশাক রক্ষা পাবে।
