সামান্য যত্নেই বেঁচে থাকে যেসব গাছ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

ইট-পাথরের এই যান্ত্রিক শহরে চোখের আরাম আর মনের প্রশান্তির জন্য মানুষ এখন ঘরের ভেতর বাগান করায় ঝুঁকছেন। কিন্তু রোজকার ব্যস্ততায় গাছের পরিচর্যা করা অনেকের জন্যই চ্যালেঞ্জিং। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, কিছু নির্দিষ্ট প্রজাতির গাছ আছে যা খুব অল্প পানি এবং আলোতেও মাসের পর মাস বেঁচে থাকতে পারে।

ঘরের শোভা বাড়াতে আপনিও বেছে নিতে পারেন এই সাতটি গাছ:

অ্যালোভেরা (ঘৃতকুমারী)

অ্যালোভেরা শুধু রূপচর্চায় নয়, ঘরের বাতাস পরিষ্কার রাখতেও অনন্য। এটি বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে নিজের পাতায় জমা রাখে। ফলে এই গাছে প্রতিদিন পানি দেওয়ার ঝামেলা নেই।

জিজি প্ল্যান্ট

যাঁদের ঘরে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায় না, তাঁদের জন্য আদর্শ হলো জিজি প্ল্যান্ট। এর মোমযুক্ত পাতাগুলো পানি ধরে রাখতে পারে, তাই দীর্ঘ সময় পানি না দিলেও গাছটি শুকিয়ে যায় না।

ক্যাকটাস

মরুভূমির প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা ক্যাকটাস ইনডোর হিসেবে দারুণ জনপ্রিয়। ক্যাকটাস তার পুরু কাণ্ডের ভেতর পানি জমা রাখে। খুব কম আলো ও সামান্য পানিতেই এটি বছরের পর বছর বেঁচে থাকে।

স্নেক প্ল্যান্ট

স্নেক প্ল্যান্টকে বলা হয় 'হার্ড টু কিল' বা সহজে মরে না এমন গাছ। এটি ঘরের বাতাস থেকে ক্ষতিকারক টক্সিন শুষে নেয়। কয়েক সপ্তাহ পরপর পানি দিলেই এটি দিব্যি বেড়ে ওঠে।

মানি প্ল্যান্ট

মাটি কিংবা শুধু পানির পাত্র উভয় মাধ্যমেই মানি প্ল্যান্ট সমানভাবে কার্যকর। সূর্যের সরাসরি আলো ছাড়াই এই গাছ লতানো অবয়বে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে।

সাকুলেন্ট প্ল্যান্ট

খুব ছোট ছোট টবে ঘরের কোণে রাখা যায় সাকুলেন্ট। এদের পাতা ও কাণ্ড রসালো হয় কারণ সেখানে পানি জমা থাকে। তবে মনে রাখবেন, এই গাছের জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন।

বাগান বিলাস (কাগজ ফুল)

জানালার পাশে বা বারান্দায় রোদ থাকলে বাগান বিলাস লাগানো যেতে পারে। এটি কড়া রোদ এবং শুষ্ক পরিবেশ পছন্দ করে। রুক্ষ মাটিতেও এই গাছ চমৎকার ফুল দেয় এবং দ্রুত বৃদ্ধি পায়।

NB
আরও পড়ুন