ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সদ্যবিবাহিত তরুণীদের দেয়া ‘টিপস’ ভাইরাল!

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম

ক্রীড়াঙ্গনের দুই ভুবনের দুই তারকার দুটি পথ এক হয়েছিল। এই দুই তারকা হলেন- ভারতীয় টেনিসের সানিয়া মির্জা ও পাকিস্তান ক্রিকেটের অলরাউন্ডার শোয়েব মালিক। কিন্তু সেই পথ আবার দুটি দিকে গেছে বেঁকে। শোয়েব নিজ দেশের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। এটি তার তৃতীয় বিয়ে।

একটি রাস্তায় শোয়েবের সঙ্গে পথচলায় ছেদ পড়ার পর সানিয়া নতুন মন্তব্য করেছেন। তিনি বিবাহিত তরুণীদের ‘টিপস’ দিয়েছেন। আর সে ‘টিপস’ প্রকাশ্যে আসার পরই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বিয়ে করেছেন এমন যুগলসহ তরুণ-তরুণীরা সানিয়ার পরামর্শকে স্বাগত জানিয়েছেন। তিনি সাবেক স্বামী শোয়েব মালিক কিংবা তার সদ্যবিয়ে করা স্ত্রী সানা জাভেদকে নিয়ে টিপসে কোনো মন্তব্যই করেননি।

টেনিস কোর্ট থেকে অবসর নিয়ে সানিয়া মির্জা এখন ধারাভাষ্যকার। তিনি সদ্যবিবাহিত তরুণীদের বলেছেন, সংসার ভাঙলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো লাভ হবে না। আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না।

একটি সাক্ষাৎকারে সানিয়ার প্রতি প্রশ্ন ছিল, ‘সদ্যবিবাহিত তরুণীদের কি আপনি কোনো পরামর্শ দিবেন?’ জবাবে টেনিস তারকা বলেন, ‘হ্যাঁ আমার পরামর্শ আছে। আর তা হচ্ছে- তোমরা যেমন আছ তেমনই থেকো। একেবারেই নিজেকে বদলে ফেলার চেষ্টা করবে না। কারণ, তুমি যেমন ছিলে সেটি দেখেই তো কেউ তোমায় পছন্দ করে ভালোবেসেছিল। কোনো কিছুর জন্য আত্মসম্মান বিসর্জন দিবে না।’

শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পরে টেনিস তারকা সানিয়ার এই পরামর্শের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আর বিচ্ছেদের পর সানিয়ার পাশে দাঁড়িয়েছে শোয়েবের বোনসহ পরিবারের সদস্যরা। বিশেষ করে বোনের কথা, তার ভাইয়ের পরকীয়ায় বিরক্ত ছিলেন সোনিয়া। শোয়েবের সঙ্গে শেষ পর্যন্ত সানিয়াই বিচ্ছেদ ঘটিয়েছেন। সূত্র : হিন্দুস্থান টাইমস, এআরওয়াই নিউজ

 

SA/FI
আরও পড়ুন