চশমার গ্লাস পরিষ্কার করার সহজ উপায়

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম

বর্তমান সময়ে চোখের সমস্যা বাড়ায় দিন দিন চশমা পরিধানকারীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। জীবনের রুটিন ও স্ক্রিনের বেশি ব্যবহার চোখের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলায় অনেকেই চশমার সাহায্য নেন। তবে চশমার যত্ন নেওয়া প্রয়োজন যাতে তা দীর্ঘদিন ভালো অবস্থায় থাকে এবং চোখের সুরক্ষাও বজায় থাকে।

তবে চশমার পরিচর্যায় বেশিরভাগ মানুষই সঠিক পদ্ধতি জানেন না। হাতে যা পড়ে তাই দিয়ে কাঁচ মুছে ফেলা বা শুধু ফুঁ দিয়ে ধুলো সরানো একটি ভুল অভ্যাস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের অবহেলা চশমার লেন্সের ক্ষতি করতে পারে এবং দৃষ্টিশক্তিতে প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চশমার কাঁচ পরিষ্কারের সময় অবশ্যই পাতলা টিস্যু ব্যবহার করা উচিত। কারণ, কাপড় দিয়ে মুছলে কাপড়ের সুতা লেন্সের ওপর স্ক্র্যাচ বা দাগ সৃষ্টি করতে পারে। অনেক সময় ধুলো জমে থাকে যা কাপড়ের ঘষে চশমার কাঁচের উপর ক্ষতি করে। টিস্যু ব্যবহার করলে এই ঝুঁকি কমে যায়।

প্রথমে হালকা করে পানি দিয়ে চশমার কাঁচ ধুয়ে নিতে হবে। এরপর টিস্যু দিয়ে আস্তে আস্তে মুছে ফেলুন। টিস্যু না থাকলে খবরের কাগজের একটি টুকরা ভেজানো অবস্থায় ব্যবহার করলেও ফল ভালো পাওয়া যায়। এতে কাঁচ ঝকঝকে পরিষ্কার হয়।

আজকাল বাজারে চশমা পরিষ্কারের জন্য বিশেষ ধরনের সলিউশনও পাওয়া যায়। এটি কাঁচে স্প্রে করে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন, যা চশমার কাঁচকে নতুনের মতো চকচকে রাখে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, কখনোই চশমা পরিষ্কারের জন্য মুখের ভাপ ব্যবহার করবেন না। এতে কাঁচ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং লেন্সের কার্যকারিতাও কমে যায়।

সংক্ষিপ্ত টিপস

  • চশমা পরিষ্কারে পাতলা টিস্যু ব্যবহার করুন।
  • কাচ ধোয়ার জন্য হালকা পানি ব্যবহার করুন।
  • বাজারে পাওয়া স্পেশাল ক্লিনার ব্যবহার করতে পারেন।
  • মুখের ভাপ বা জামার কাপড় দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকুন।

সঠিক যত্নে চশমার আয়ু বাড়ানো সম্ভব। তাই চোখের সুরক্ষায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় সঠিক পদ্ধতি মেনে চলা জরুরি।

NB/FJ
আরও পড়ুন