শীতের মৌসুমে চুলের সমস্যার মাত্রা বাড়ে। ঠান্ডা আবহাওয়ায় মাথার ত্বকের প্রাকৃতিক তেল কমে যায় এবং বাতাসে আর্দ্রতা কম পায়। এর ফলে চুল শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর হয়ে পড়ে; বাড়ে খুশকিও। তাই এই সময়ে চুলের স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন বাড়তি যত্ন।
শীতকালে চুল রক্ষায় নিয়ম মেনে সঠিক উপায়ে শ্যাম্পু ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার চুলকে আরও শুষ্ক করে তোলে, তাই মানসম্মত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনে বারবার চুল ধোয়া উচিত নয়।

শীতকালে চুলের যত্নে যেসব পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা
- সপ্তাহে দুইবারের বেশি শ্যাম্পু করা যাবে না। অতিরিক্ত শ্যাম্পু স্ক্যাল্পের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়।
- হালকা গরম পানি ব্যবহার করতে হবে। এতে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং কোঁকড়াভাব কমে।
- শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার। তবে কন্ডিশনার শুধু চুলের লম্বা অংশে ব্যবহার করা উচিত; গোড়ায় ব্যবহার করলে স্ক্যাল্পে সমস্যা হতে পারে।
- সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। এতে চুলের গোড়া মজবুত হয়।
- হেয়ার ড্রায়ার কম ব্যবহার করা ভালো। স্বাভাবিকভাবে চুল শুকাতে দেওয়া সবচেয়ে কার্যকর। প্রয়োজনে ড্রায়ার ব্যবহার করলে ‘কুল মোড’-এ রাখতে হবে।
- ভেজা চুল নিয়ে বাইরে যাওয়া যাবে না। ঠান্ডার কারণে চুলের কিউটিকল জমে গিয়ে সহজে ভেঙে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে সঠিক রুটিন মেনে নিয়মিত চুলের যত্ন নিলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে এবং চুল পড়া, রুক্ষতা ও ভেঙে যাওয়ার মতো সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
হবু কনেরা বিয়ের আগে কীভাবে ত্বকের যত্ন নেবেন