যা শিখতে হবে ছোট থেকেই

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১২:৩০ পিএম

টিন-এজ সময়কালে সন্তানকে হঠাৎ আপনার কাছে অচেনা লাগছে? কথা বললে শুনছে না। অন্যের সঙ্গে কথাবার্তাও বলছে খুব রুক্ষভাবে! এ বয়সে সন্তানদের মধ্যে একটু আচরণগত সমস্যা হয়েই থাকে।

তবে বড় হয়ে আপনার সন্তান কেমন আচরণ করবে তা শেখানোর আসল সময় কিন্তু তার শৈশব। ছেলেবেলায় যদি তাকে নিয়মকানুনের সঙ্গে পারিবারিক ও সামাজিক মূল্যবোধগুলো শিখিয়ে দেওয়া যায় তবে ভবিষ্যৎ নিয়ে আপনার দুর্ভাবনা অনেকটাই কমে যাবে। খুব ছোটখাটো বিষয় থেকে তার মধ্যে সহবতের শিক্ষা হয়ে যাবে যা সারাজীবন তার কাজে লাগবে। ছোটবেলা থেকে কীভাবে সন্তানকে কোন বিষয়গুলো শেখাবেন, চলুন জেনে নেই।

* সালাম দিতে শেখান। ছোট থেকেই এ অভ্যাস গড়ে দিলে পরে আর বলে দিতে হয় না।

* ধন্যবাদ দিতে শেখান। ছোট-বড় যে কোনো কাজের জন্য অন্যকে ধন্যবাদ দেওয়ার অভ্যাস তৈরি করুন।

*  অন্য কেউ কথা বলার সময় তার মধ্যে নিজের কথা বলার জন্য পীড়াপীড়ি করতে নেই, শিখিয়ে দিন সেটিও।

* বাইরের কারো সামনে বা অতিথি এলে সাধারণ যে ভদ্রতাগুলো মেনে চলা প্রয়োজন সে শিক্ষা দিন।

* কারো কোনো জিনিস না বলে ছুঁতে নেই-এ অভ্যাসটিও গড়ে দেওয়া জরুরি।

* সহমর্মিতা গড়ে তুলুন। অন্যের কোনো সমস্যা আগে ভাবতে বলুন।

* চাই বললেই যে সবকিছু পাওয়া যায় না, সেটি বোঝান। যে কোনো পাওয়াকে অর্জন বলে ভাবতে শেখান।

* নিজের জিনিসপত্রের যত্ন নিতে শেখান। নিজের জামা কাপড়, বিছানা গোছানো শিখিয়ে দিন।

* গৃহকর্মীকে নাম ধরে যেন ডাকতে না শেখে সেদিকে লক্ষ রাখুন। বাড়িতে কাজে সাহায্য করার জন্য আছে বলেই যে কোনো কাজের জন্য তাকে ডাকাডাকি করা উচিত নয় এটা বুঝতে শেখান।

* যে কোনো অন্যায় করলে তা গোপন না করে সরি বলতে শেখান। কোনো কারণেই যেন মিথ্যা না বলে সে বিষয়ে উদ্বুদ্ধ করুন।

* ছোটবেলা থেকেই সংবাদপত্র, গল্পের বই পড়তে শেখান। নিজেদের মধ্যে সব বিষয়ে আলোচনা করুন।

AHA/FI
আরও পড়ুন