ছোটবেলায় লুকোচুরি খেলতেন অনেকে। কাউকে হারিয়ে ফেলে আবার খুঁজে পাওয়ায় যে আনন্দ, তা এই খেলা দিয়েই বোঝা যেত! সামান্য ওই খেলার মাধ্যমেই আপনার মস্তিষ্ক বিকাশের সুযোগ পেয়েছে? তাই শত ব্যস্ততার মাঝেও নিজের সন্তানের সঙ্গেও লুকোচুরি খেলবেন। চিকিৎসকেরা পরামর্শ দেন শিশুদের সঙ্গে লুকোচুরি খেলা করার।
লুকোচুরি খেলার অনেক উপকারিতা রয়েছে। যা সহজে চোখে পড়ে না। নীরবে সাহায্য করতে পারে। নিছক খেলা নয়। এতেই লুকিয়ে্ আছে সুস্থতার চাবিকাঠি।
চিকিৎসকরা এই খেলার উপকারিতা নিয়ে জানান
১. অনেক শিশুর মধ্যে দেখা যায়, সামাজিক পরিসরে ঠিক করে মিশতে পারছে না। না তারা কথা বলে, না হাসালে হাসে। সে ক্ষেত্রে চিকিৎসক এই খেলাটি খেলার পরামর্শ দেন। ফলে অন্য একটি মানুষের সঙ্গে বোঝাপড়া করে, সমন্বয় রেখে চলার প্রশিক্ষণ হয়। এই খেলা মস্তিষ্ককে সক্রিয় রাখতে পারে।
২. লুকোচুরি খেলতে খেলতে শিশুর মনে বিস্ময় তৈরি হতে থাকে। সে বোঝার চেষ্টা করে, সামনের মানুষটি কী করবেন এরপর। তাই এই খেলা খুবই উপকারী।
৩. কোনো বস্তু, কোনো মানুষ চোখের সামনে না থাকলেও তারা যে ফিরে আসতে পারে, এই ভরসার জায়গা তৈরি করা দরকার শিশুদের মনে। মা-বাবা কাজে গেলেও চিন্তার কিছু নেই, তারা ঠিক ফিরে আসবেন, এই ধারণা তৈরির জন্য লুকোচুরির মতো খেলা খুব দরকারি।
চিকিৎসক বলছেন, অন্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বা অন্যকে খুশি করার চেষ্টা করা, বা অন্যকে কষ্ট না দিয়ে কথা বলা, এই ধরনের আচরণ তৈরি করার জন্য লুকোচুরির মতো বিভিন্ন খেলাধুলোর পরামর্শ দিয়ে থাকি আমাদের রোগীদের। যে শিশুদের কথা বলার সমস্যা রয়েছে, বা অটিজ, ম স্পেকট্রাম ডিজ় অর্ডার (সামাজিক পরিবেশে কথা বলতে না পারা, একই কাজ বার বার করতে থাকা, মেলামেশা করতে না পারা) রয়েছে, তাদের জন্য এই খেলা বেশি কার্যকরী।’
