যে শহরে বাইরে তাকালে আকাশ দেখাই কঠিন হয়ে পড়ে সেখানে সবুজ দেখার প্রত্যাশা খুবই কম। বারান্দায় আয়েশ করে বসে দূরে তাকিয়ে দু-চোখ ভরে সবুজ দেখবেন এমন সুযোগ কোথায়! আর তাই গৃহকোণে সবুজকে ঠাঁই করে দিতে হচ্ছে আমাদের। অন্দরজুড়ে সতেজ পাতার বাহার সেটা ব্যালকনিতেই হোক বা বসার ঘরে একটু হলেও সতেজ পরশ নিয়ে আসবে শহুরে জীবনে। এভাবে প্রকৃতির দিকে একধাপ এগিয়ে যেতে কোন গাছগুলো বেছে নিবেন তাই জানাচ্ছি এবার।

স্নেক প্ল্যান্ট : ব্যালকনি ছাড়াও ঘরের যেকোনও জায়গায় এই ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। প্রায় ৩ থেকে ৪ ফুট লম্বা হয়ে থাকে এর পাতা। পাতার বর্ডার লাইনের হলুদ রং আর মাঝ বরাবর সবুজ ছিটে। রোদের থেকে ছায়াই বেশি পছন্দ এই গাছের। খুব কম পান দিতে হয় এই গাছে। ঘরের ছায়ায় দিব্যি বেড়ে ওঠে এই গাছ।

ক্রটন : পাতাবাহার নামেই পরিচেত এই গাছ। এর পাতার রং খুব উজ্জ্বল। সবুজের বিভিন্ন শেড রয়েছে এতে। বেড়ে ওঠার জন্য প্রয়োজন পর্যাপ্ত সূর্যালোক। পানিটাও একটু বেশি লাগে এই গাছের। জানালা বা বারান্দায় রোদ পায় এমন জায়গায় রাখতে হয় এই গাছ।

এরিকা পাম : একে অনেকেই বাটারফ্লাই পামও বলে। ঘরের তাপমাত্রা এর জন্য উপযুক্ত। মাঝে মাঝে একে রোদে রাখতে হয়। সাধারণভাবে ব্যালকনি বা করিডর এর জন্য উপযুক্ত এই গাছ।

স্পাইডার প্ল্যান্ট : এটাও খুব পরিচিত পাতাবাহার। এর সবুজ সাদা পাতার স্ট্রাইপ সত্যিই অন্যরকম। তবে হ্যাঙ্গিং অবস্থায় একে দেখতে বেশি ভালো লাগে। খুব সামান্য যত্নেই কিন্তু বেড়ে ওঠে।

লাকি ব্যাম্বু : অনেকে একে অর্নামেন্টাল ব্যাম্বু বলেও চেনে। এর কাণ্ডের সৌন্দর্যের ওপর এর দাম নির্ভর করে। বিশেষ করে রিং শেপের কাণ্ডের গাছের বেশ চাহিদা। খুব অল্প রোদেই বেড়ে ওঠে। তাই ইনডোর প্ল্যান্ট হিসাবে একে বেছে নিতেই পারেন।

মানিপ্ল্যান্ট : যারা খুব বেশি গাছ সম্পর্কে জানেন না, তারাও মানিপ্লান্টকে চেনেন। প্রায় যত্নহীন বেড়ে ওঠা এই গাছের অদ্ভুত পাতার জন্যই এর সুপরিচিতি। হলুদ, সবুজ, সাদার কম্বিনেশনের পাতার এই গাছের মাটিতে পানির প্রয়োজন একটু বেশি। পাশাপাশি অল্প জৈব সার ও কম সূর্যালোকেই এর পছন্দ। ঘরের যে কোনও জায়গার শোভা বাড়াতে সবার আপনি এই গাছকে রাখতে পারেন।

এনথারিয়াম : গাঢ় সবুজ রংয়ের মোমের মতো চকচকে পাতাই এর প্রধান আকর্ষণ। খুব সহজেই বেড়ে ওঠে। সরাসরি সূর্যালোক এর মোটেই পছন্দ নয়। বরং ঘরের ছায়াতেই বেড়ে ওঠে দিব্যি। শুধুমাত্র রুট ড্যামেজ এড়িয়ে যেতে প্রয়োজন একটু বেশি পানি। তবে সঠিক যত্নে এর লাল রঙের ফুল আপনার উপরি পাওনা।

আফ্রিকান ভায়োলেট : একটু নতুনত্ব চাইলে বাড়িতে নিয়ে আসুন আফ্রিকান ভায়োলেট। সাজানো ঘন সবুজ পাতাই এর অন্যতম বৈশিষ্ট্য। খুব একটা সূর্যালোক পছন্দ করে না এ গাছ। বরং পানির ভেজা নরম মাটিতে বেড়ে ওঠে। তবে আপনার বিশেষ যত্নে এর ছোট ছোট বেগুনি ফুল ফুটবে যা ঘরের শোভা বাড়িয়ে তোলে অনায়াসেই।
