ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঘরে রেখে শুকিয়ে যাচ্ছে গাছ?

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:৩২ পিএম

বাড়িতে একটু সবুজের ছোঁয়া থাকলে পুরো পরিবেশটাই বদলে যায়। ছোট্ট বারান্দায় কিংবা ফ্ল্যাটের জানালায় গাছ রাখলে মনটাও খুব ভালো থাকে। কিন্তু শহুরে জীবনে একে তো জায়গার অভাব, তার ওপর গায়ে গায়ে লাগানো বাড়ির বারান্দায় রোদের মুখ দেখাই কঠিন বিষয়। তার ওপর রয়েছে সময়ের অভাব। তবুও গাছ পাগল মানুষদের কিন্তু পথের পাশে নার্সারি কিংবা ফেসবুকে অনলাইন নার্সারির বাহারি গাছ দেখলে মন আনচান করে উঠে। সাধ মেটাতে হুটহাট কিনেও ফেলেন কয়েকটা গাছ। আর সেসব গাছের জায়গা হয় ঘরের কোনে বা জানালার গ্রীলে। কিন্তু এই এতো সাধের গাছ যখন ঝিমিয়ে পড়ে তখন মনটাই খরাপ হয়ে যায়। আসলে ঘরের মধ্যে পাখার বাতাস, এসির ঠান্ডা অনেকসময় কাল হয়ে দাঁড়ায় গাছগুলোর জন্য। প্রিয় গাছগুলোকে কীভাবে সতেজ রাখবেন তার জন্য মানতে হবে কিছু নিয়ম-

প্রয়োজন সূর্যের আলো
আমরা অনেকেই ভাবি বা গাছ বিক্রেতারাও অনেকসময় বলেন, ইন্ডোর প্ল্যান্টগুলোর সূর্যের আলোর তেমন প্রয়োজন হয় না। গাছ নিজেই সালোকসংশ্লেষ পদ্ধতিতে নিজের খাবার তৈরি করে নেয়। কিন্তু এ কথা জানা থাকা দরকার, একদমই সূর্যের আলো না পেলে গাছ মরে যেতে পারে। অনেক গাছ আছে যেগুলো আলো পছন্দ করে। আবার সেই আলোর পরিমান খুব বেশি হলেও ঘটে বিপত্তি। ফলে ঘরের ভিতরে আপনি যে গাছগুলো রাখছেন তা প্রয়োজনীয় পরিমাণে সূর্যের আলো পাচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। 

অতিরিক্ত পানি
ঘরে গাছ রেখেছেন বলে হয়তো ভাবছেন রোজ একটু করে পানি দিতে হবে। এটা একদমই ঠিক না। গাছের মাটি ওপর থেকে ইঞ্চিখানেক শুকোলে তবেই গাছে পানি দেওয়া উচিত। তাছাড়া সব গাছের পানির চাহিদাও সমান না। অনেক গাছ ভেজা মাটি পছন্দ করে তবে সেক্ষেত্রেও গাছের গোড়াতে পানি যেন না জমে থাকে তা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পানির কারণে গাছে পচন ধরতে পারে, সতেজ গাছের পাতাগুলো নষ্ট হয়ে  যেতে পারে।

অতিরিক্ত সার ব্যবহার
অনেকে আছেন যারা মনে করেন, গাছে সার দিলে গাছ তাড়াতাড়ি বড় হবে , দ্রুত ফুল ফুটবে। আসলে এতে গাছের ক্ষতি হয়ে যাবে। কোন গাছে কতটুকু সার দেবেন, কী সার দেবেন, কখন দিবেন অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বা পড়াশোনা করে তবেই সার প্রয়োগ করবেন।

HK/FI
আরও পড়ুন