ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজকের দিন- আপনার জন্য শুভ সময় বা সতর্কতা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম

জীবনের প্রতিটি দিনই নিয়ে আসে নতুন সম্ভাবনা। সেই সঙ্গে প্রতিদিনের অভিজ্ঞতা আমাদেরকে শেখায় ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৭ সেপ্টেম্বর, ২০২৫- রোববার। দেখে নিন আজকের রাশিফল কী বলছে আপনার ভাগ্য সম্পর্কে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

পারিবারিক সিদ্ধান্তে ভুল হতে পারে। শরিকি দ্বন্দ্ব মেটার সম্ভাবনা আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আইনি কাজে বাধা পেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় চাহিদা অনুযায়ী যোগানের সমস্যা দেখা দিতে পারে। সৌখিন দ্রব্য কেনায় খরচ বাড়বে। চুক্তিভিত্তিক কাজে লাভবান হতে পারেন। নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করার সুযোগ আসতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

আর্থিক লেনদেনে সতর্ক না হলে ক্ষতির সম্ভাবনা আছে। পেটের সমস্যায় ভুগতে পারেন, এমনকি আঘাত পাওয়ার ঝুঁকিও আছে। বিয়ের আলোচনা এগোতে পারে। আত্মীয়ের দুঃসংবাদও পেতে পারেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কথাবার্তায় সংযম না রাখলে শত্রুতার আশঙ্কা। ছোট ভ্রমণ হতে পারে। পরিচিতকে অর্থ সাহায্য করলে বিপাকে পড়তে পারেন। গুপ্তবিদ্যার প্রতি আকর্ষণ বাড়বে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার হতাশা তৈরি হবে। ব্যবসায় অংশীদারের প্রতারণার আশঙ্কা আছে। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রতিযোগিতামূলক কাজ এড়িয়ে চলাই ভালো।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ ঠকাতে পারে। নতুন চাকরি পেতে বাধা আসবে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। উচ্চশিক্ষায় প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। রোগভোগও বাড়তে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মানসিক অবসাদ আসতে পারে। পারিবারিক কোনও কাজে দায়িত্ব আপনার ওপর পড়বে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা। ঋণজনিত ঝামেলা এড়িয়ে চলা উচিত। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বন্ধুর কারণে সমস্যায় পড়তে পারেন। হজমের গোলযোগ দেখা দেবে। অসতর্কতায় ব্যবসায় ক্ষতি হতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের সময়। শত্রুর সংখ্যা বাড়তে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

চিকিৎসার খরচ বাড়তে পারে। বিদেশ যাত্রায় বিপদের আশঙ্কা আছে। নতুন পরিকল্পনায় ব্যবসা ঘুরে দাঁড়াতে পারে। ছোট ভাই বা বোন বিপদে পড়তে পারে। তবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ মিলবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। যৌথ ব্যবসায় লাভ বাড়বে। কাছের বন্ধুর সহায়তা পাবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। আত্মীয়কে গোপন তথ্য জানালে বিপদে পড়তে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নতুন উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য সম্পর্কে অশান্তি বাড়তে পারে। আইনি ঝামেলায় জড়াতে পারেন। সুনামহানি ও মানসিক উদ্বেগ আসতে পারে। চিকিৎসায় জমা টাকা খরচ হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আয় বাড়লেও খরচও বাড়বে। শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন। কর্মস্থলে বদলির সম্ভাবনা আছে। ব্যবসায় কাজের অগ্রগতি হবে। অর্থ উপার্জনে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে।

NB/SN
আরও পড়ুন