ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ কোন রাশির জাতকের কেমন কাটবে দিন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ এএম

জীবনের প্রতিটি দিন নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে। সেই সম্ভাবনা আর চ্যালেঞ্জের ইঙ্গিত মেলে দৈনিক রাশিফলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ২০২৫ আপনার দিনটি কেমন কাটতে পারে, জেনে নিন আজকের রাশিফল থেকে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

সিদ্ধান্ত অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে। কাজে উন্নতির যোগ প্রবল। নতুন যোগাযোগ কাজে লাগবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

দায়িত্ব বাড়বে, সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কাছের মানুষদের সহযোগিতা মিলবে। ধৈর্য ধরে চলতে হবে।

মিথুন (২১ মে-২০ জুন)

অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে পারে। অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে। একসঙ্গে একাধিক কাজের ঝামেলা এড়াতে হবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

ভালো কাজে অবদান রাখতে পারবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় আয় বাড়বে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি শুভ হতে পারে। অন্যের সহযোগিতা পাবেন। অর্থের জোগান পেয়ে আটকে থাকা কাজ এগোবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কাজে উৎসাহ পাবেন। তবে প্রিয়জনের কারণে মানসিক চাপ আসতে পারে। পেশাগত লক্ষ্যে সতর্ক থাকতে হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নতুন উদ্যোগ সুফল বয়ে আনতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় কাজ এগোবে। হঠাৎ আসা কোনো সুযোগ ভবিষ্যতের জন্য ভালো হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রচেষ্টায় বাধা এলেও সুযোগ তৈরি হবে। মানসিক অস্থিরতা সামলে কাজে মনোযোগ দিতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপনে মনোযোগী হোন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কাজের জন্য প্রশংসা পাবেন। প্রত্যাশিত অর্থ হাতে আসবে। প্রতিকূল পরিস্থিতির হঠাৎ পরিবর্তন ঘটতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পরিবারের প্রয়োজন অগ্রাধিকার পাবে। কোনো কাজে মানসিক শান্তি পাবেন। নিরলস প্রচেষ্টায় ভালো ফল আসবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি হবে। অর্থাগমের সুযোগ তৈরি হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সময় ভালো কাটবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। অপ্রয়োজনীয় পরিবর্তন এড়িয়ে চলুন।

NB/SN
আরও পড়ুন